kalerkantho


ঢাকা দক্ষিণ সিটিতে গরু হাট

৮ মার্চ, ২০১৭ ০০:০০ঢাকা মহানগরের উত্তর-পশ্চিম অংশে গাবতলী এলাকায় একটি বৃহৎ গবাদি পশুর হাট রয়েছে। এই হাটটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন। প্রায় দেড় কোটি মানুষের এই নগরীতে একটি মাত্র পশুর হাট কোনোভাবেই সুবিধাজনক নয়। যানজট, পথের ভোগান্তিসহ নানা কারণে প্রায়ই দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মাংস সরবরাহ বিঘ্নিত হয়। কারণ দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোনো পশুর হাট নেই। দক্ষিণে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের উত্তর পাশে যে স্থানে দৈনন্দিন আবর্জনা ফেলা হয়, সেটি পশুর হাটের উপযোগী করে গড়ে তোলা যেতে পারে। এতে ঢাকা দক্ষিণ অঞ্চলের অধিবাসীদের গবাদি পশু ক্রয়ের অসুবিধা দূর হবে, মাংস সরবরাহও নিয়মিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের উত্তর পাশে একটি পশুর হাট চালু করুন।

 

মো. আশরাফ হোসেন, রমনা, ঢাকা।মন্তব্য