kalerkantho


বেসরকারি শিক্ষকদের মেয়াদ

৮ মার্চ, ২০১৭ ০০:০০বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর, অথচ বেসরকারি শিক্ষকদের চাকরির সময়সীমা ৬০ বছর। এরই মধ্যে সরকারি কর্মচারীদের দুই বছর বাড়িয়ে ৫৯ বছর, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঁচ বছর বাড়িয়ে হয়েছে ৬৫ বছর, বিচারপতিদের দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছে। গত বছর মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ বিচারপতিদের চাকরিকাল ৭৫ বছর বয়স পর্যন্ত করার রায় দিয়েছেন। তাই বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো ৬৫ বছর করা হোক। এটা করা হলে শিক্ষক পরিবার যেমন উপকৃত হবে, তেমনি যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি পূরণ হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সদয় হবেন।

 

মুহম্মদ জাহাঙ্গীর খান

প্রধান শিক্ষক, শ্রীনগর, মুন্সীগঞ্জ।মন্তব্য