kalerkantho


ওয়াই-ফাইয়ের বেহাল

২ মার্চ, ২০১৭ ০০:০০দেশের উচ্চশিক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারিগরি জ্ঞানভিত্তিক এ বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণায় এগিয়ে। তারা দেশে-বিদেশে নানা গবেষণায় নিজেদের সামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করে দেশের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানকার ইন্টারনেট সুবিধা খুবই নাজুক। ওয়াই-ফাই স্পিড অত্যন্ত নগণ্য। এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের সুবিধা থাকলেও আমাদের এখানে তা-ও নেই। আর কারিগরি জ্ঞানভিত্তিক একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কত অত্যাবশ্যকীয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে এবং বহির্বিশ্বের সঙ্গে নিজেদের জ্ঞানকে আদান-প্রদান করতে হাইস্পিড ওয়াই-ফাইয়ের বিকল্প নেই। বিষয়টিতে আশু ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

রাকিবুল হাসান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।মন্তব্য