kalerkantho


নোয়াখালী-ঢাকা সড়ক চার লেন হোক

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নোয়াখালীর সোনাপুর থেকে পদুয়ারবাজার বিশ্বরোড পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কটিকে চার লেনে উন্নীত করা হলে বৃহত্তর নোয়াখালী ও দক্ষিণ কুমিল্লা অঞ্চলের প্রায় এক কোটি মানুষের উপকার হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধিত হবে; আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ২১টি জেলার মানুষ দ্রুততম সময়ে ঝুঁকিমুক্তভাবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় যাতায়াত করতে সক্ষম হবে।

সরকার এরই মধ্যে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট ও ঢাকা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করেছে। সেই সঙ্গে আমরা বৃহত্তর নোয়াখালীবাসী নোয়াখালী-ঢাকা সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানাই। আশা করি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নোয়াখালীবাসীর আবেদন রক্ষা করবেন।

আল মামুন

আবদুল মালেক উকিল সড়ক, মাইজদী, নোয়াখালী।মন্তব্য