kalerkantho


নোয়াখালী-কুমিল্লা সড়ক চার লেনে হোক

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। নোয়াখালী-কুমিল্লা সড়কটি একটি আঞ্চলিক মহাসড়ক; যদিও এ সড়কে যানবাহন চলাচল দেশের অন্য জাতীয় মহাসড়কের চেয়ে বেশি।

তাই যত দ্রুত সম্ভব সড়কটিকে চার লেনে উন্নীত করে জাতীয় মহাসড়কে পরিণত করতে হবে। চার লেনে উন্নীত করলে এই অঞ্চলের প্রায় চার কোটি মানুষের যাতায়াত আরো দ্রুত হবে। এই অবস্থায় নোয়াখালী-লাকসাম-লালমাই-পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক থেকে জাতীয় মহাসড়কে (চার লেনে) উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

 

আল মামুন

মাইজদী, নোয়াখালী।মন্তব্য