kalerkantho


বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র হোক

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ঈশ্বরদী পৌরসভা হওয়ার পর থেকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে পৌরবাসী যেখানে-সেখানে ময়লা ফেলে। পৌরসভার ব্যস্ততম বিভিন্ন সড়কের আশপাশজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমলেও তা সরানোর কোনো উদ্যোগ নেই। ঈশ্বরদী প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ এসব ব্যাপারে খুবই উদাসীন। আর ডাস্টবিন না থাকায় মানুষ রাস্তার পাশে ময়লা ফেলে। ফলে পুরো শহরই এখন ময়লার শহরে পরিণত হয়েছে। বাচ্চাদের স্কুলে যাতায়াত, শিক্ষক, হাসপাতাল, কোর্টকাছারিতে আসা মানুষকে আবর্জনার দুর্গন্ধ পেরিয়ে যেতে হয়। এলাকাবাসী এ অবস্থা থেকে দ্রুত প্রতিকার চায়। কর্তৃপক্ষ ও দায়িত্বশীলদের বলতে চাই, অতি দ্রুত পৌরসভা এলাকায় প্রয়োজনীয় ডাস্টবিন স্থাপন করুন এবং বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলুন।

 

এস এম সাইদুর রহমান উলু

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী।মন্তব্য