kalerkantho


দ্রুত বিদ্যুৎ চাই

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দ্রুত বিদ্যুৎ চাই

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর (কুঠিপাড়া, কবিরাজপাড়া) ও নন্দরাম ফতেপুর গ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় পাঁচ মাস আগে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। খুঁটি স্থাপনের পর মানুষের মধ্যে বিদ্যুৎ পাওয়ার আশার সঞ্চার হয়। কিন্তু আবারও দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দীর্ঘ অপেক্ষায় মানুষ হতাশ ও ক্ষুব্ধ হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, অতি দ্রুত এ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করুন।

 

মো. আবু তাহের মিয়া, কুতুবপুর, পীরগঞ্জ, রংপুর।মন্তব্য