kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


স্মার্ট কার্ড যেন স্মার্ট থাকে

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০স্মার্ট কার্ড দেশের জনগণের এক নতুন প্রাপ্তি। ২৫ প্রকার ই-সেবা পাওয়া যাবে এই স্মার্ট কার্ড থেকে।

আগের জাতীয় পরিচয়পত্রে নানা সমস্যা ছিল। এমনও হয়েছে, বাবার চেয়ে ছেলের বয়স বেশি, মায়ের চেয়ে মেয়ের বয়স বেশি। এ ছাড়া নামের বানান ভুল, ছবি অস্পষ্টসহ নানা সমস্যা তো ছিলই। এই অনাকাঙ্ক্ষিত ভুল দেশের হাজার হাজার মানুষকে বিপদে ফেলেছিল। তাই আমাদের প্রত্যাশা, সঠিক তথ্যে স্মার্ট কার্ড তৈরি করুন, যাতে জনগণ নিশ্চিতভাবে স্মার্ট কার্ডের ২৫ প্রকার ই-সেবা পেতে পারে।

আজিনুর রহমান লিমন, ডিমলা, নীলফামারী।


মন্তব্য