kalerkantho


পারমাণবিক বিদ্যুেকন্দ্রের নিরাপত্তা

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০পারমাণবিক বিদ্যুেকন্দ্রের নিরাপত্তা

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুরে স্থাপিত হতে যাচ্ছে দেশের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুেকন্দ্র। এই অঞ্চলে এটি স্থাপিত হচ্ছে বলে আমরা যেমন আনন্দিত তেমনি মনের কোণে এক অজানা আতঙ্কও কাজ করছে। আতঙ্ক এই ভেবে যে যদি কোনো দুর্ঘটনা ঘটে? এরই মধ্যে বিদ্যুেকন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই মূল কাজ শুরু হবে। তবে এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আমিও নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। অন্তত কাজ শুরুর সময়েই প্রাথমিক নিরাপত্তার বিষয়গুলো এলাকাবাসীকে জানালে আমাদের সতর্ক হতে সুবিধা হয়। এ জন্য এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল ও বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

এস এম সাইদুর রহমান উলু, বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা।


মন্তব্য