kalerkantho


বেসামাল লোডশেডিং

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০বেসামাল লোডশেডিং

সারা দেশে নিরবচ্ছিন্ন বিদু্যুৎ সরবরাহ বর্তমান সরকারের ইশতেহারের অন্যতম বিষয় ছিল। কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। তাহলে এত এত বিদ্যুৎকেন্দ্র, অধিক ব্যয়ে কুইক রেন্টাল—এসব করে কী লাভ হলো? যখন-তখন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। সময় নেই, অসময় নেই—দিনরাত লোডশেডিং হতে থাকে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, কৃষিকাজসহ, কারখানার উৎপাদন। লোডশেডিংয়ের প্রতিকারের জন্য আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

এস এম রওনক রহমান আনন্দ, এয়ারপোর্ট রোড, ঈশ্বরদী, পাবনা।


মন্তব্য