kalerkantho


দুর্গাপূজার সামাজিক প্রভাব

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০হিন্দুদের কাছে প্রতিটি পূজাপার্বণই ধর্মাচরণের পবিত্র অংশ। দুর্গাপূজা হলো অনাবিল আনন্দ ও বিনোদনের বিরাট উৎসব। এ উৎসবে সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ আনন্দে মেতে ওঠে। বর্তমানে বেশির ভাগ দুর্গাপূজার আয়োজন হয় সম্মিলিত প্রচেষ্টায়। এগুলো ‘সর্বজনীন দুর্গোৎসব’ হিসেবে পরিচিত। এ কারণে বর্তমানে সব স্তরের মানুষই দুর্গাপূজার মতো একটি বড় অনুষ্ঠানে সহজেই অংশ নিতে পারে। পূজামণ্ডপগুলো হয়ে ওঠে সমাজের সব স্তরের মানুষের মিলনকেন্দ্র। এ পূজাকে কেন্দ্র করেই সারা বছরে সৃষ্ট নানা ধরনের পারিবারিক ও সামাজিক বিবাদও মিটে যায়। এভাবেই দুর্গাপূজা পারিবারিক ও সামাজিক সম্পর্ককে স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখতে পারে। এ ছাড়া পূজার নিরাপত্তায় নিয়োজিত আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আয়োজকদের সতর্ক থাকতে হবে।

বিপ্লব, ফরিদপুর। 


মন্তব্য