kalerkantho


শিশুদের উৎসাহিত করুন

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিশুদের উৎসাহিত করুন

শৈশব একজন মানুষের হাতেখড়ির সময়। এ সময় শিশুদের মন, মস্তিষ্ক খুব সহজেই প্রভাবিত হয়। নতুনত্বের প্রতি থাকে প্রচণ্ড আগ্রহ। শিশুদের সীমাবদ্ধ পরিসীমার মধ্যে রাখতে অনেক অভিভাবকই পছন্দ করেন। অন্য শিশুদের সঙ্গে মিশতে দেওয়া, বাইরের জগতের সংস্পর্শে নিয়ে আসা—বিষয়গুলো অনেকেই এড়িয়ে চলেন। ফলে শিশুদের সঠিক মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশুরা জানার আগ্রহ হারিয়ে ফেলে। তাদের প্রতিনিয়ত জ্ঞানের সংস্পর্শে আনতে হবে। মজায় মজায়, খেলায় খেলায় তাদের শেখাতে হবে, পৃথিবীর সঙ্গে পরিচিত করতে হবে। সব ধর্ম-বর্ণের মানুষকে যেন শিশুরা শৈশব থেকেই সহজভাবে গ্রহণ করতে পারে, বৈষম্য বলে কোনো কিছু তারা যেন চিন্তাচেতনায় স্থান দিতে না পারে, সে বিষয়ে তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। তথ্যসমৃদ্ধ বইপড়ায় তাদের উৎসাহিত করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশকে তারাই নেতৃত্ব দেবে। সুতরাং শিশুরা যেন জানতে ও শিখতে আগ্রহী হয়ে ওঠে, তার জন্য পরিবার ও সমাজের সব মানুষকে শিশুদের উৎসাহ প্রদান করতে হবে।

মাসুমা রুমা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।


মন্তব্য