kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফেসবুকে সেলফি-তামাশা

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফেসবুকে সেলফি-তামাশা

আজকাল অনেকেই সেলফি তুলে ফেসবুকে দেয়। উদ্বেগের বিষয় হচ্ছে, ফেসবুকে আজকাল এমন সেলফি দেখি, যা একেবারে সমর্থনযোগ্য নয়। পত্রিকায় দেখেছি, সেলফি তুলতে গিয়েই উখিয়ার সাগর উপকূলে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। কোরবানির ঈদে পশু জবাইয়ের পর পশুর ওপর বসে ও শুয়ে তোলা সেলফি ফেসবুকে দেখেছি। এটি কত বড় অমানবিক কাজ, তা কি আমরা ভেবে দেখেছি? মানুষের আচরণের এই নৈতিক অবক্ষয় আগে দেখা যায়নি। কোরবানি হচ্ছে ত্যাগের মহিমা। আর কিছু মানুষ এই ত্যাগ নিয়ে তামাশা করছে! মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় কবরে বসে তোলা সেলফিও ফেসবুকে দেখেছি। এটা কি উচিত? উঁচু ভবনের রেলিংয়ে দাঁড়িয়ে সেলফি তুলেও অনেকে ফেসবুকে দেয়। সব কিছু নিয়ে তামাশা করা উচিত নয়। এতে বিপদ আসতে পারে। আর শিশুরা বড়দের কাছ থেকে এসব শিখছে। আশা করি, প্রত্যেকে বিষয়টি নিয়ে সচেতন হবে।

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম।


মন্তব্য