kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


বখাটেপনা বেড়েই চলেছে

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ইভ টিজিংয়ের মতো বখাটেপনা একটি জঘন্য উৎপাত হয়ে দাঁড়িয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি।

স্কুল-কলেজের ছাত্রীরা এই বখাটেদের উৎপাতের শিকার। ইভ টিজিং শুধু রাস্তাঘাটে নয়, বাড়ির সামনে গিয়েও মেয়েদের উত্ত্যক্ত করা হয়। ফেসবুকেও নানা ধরনের কটূক্তি করা হয়। অভিভাবকরা তাঁদের সন্তানের জন্য উদ্বিগ্ন। একেবারে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের অনেক তরুণ আজকাল রাস্তাঘাটে বখাটেপনা করছে।

যার সন্তান বখাটেপনা করছে তার অভিভাবকদের দায়িত্ব রয়েছে সন্তানকে শাসন করা। আমাদের সমাজে সবচেয়ে বড় অবক্ষয় হচ্ছে—এই বখাটেদের প্রতিহত করতে কেউ এগিয়ে আসে না। অল্প বয়সী মেয়েরা মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। ইভ টিজিংয়ের শিকার মেয়েরা যদি প্রতিবাদ করে এবং সে যদি সমাজের সহযোগিতা না পায় তাহলে সে নিরাপত্তাহীনতায় ভোগে। অনেক মেয়ে স্কুলে যাওয়ার পথে ইভ টিজিংয়ের শিকার হচ্ছে।

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম।


মন্তব্য