kalerkantho

তনুর কথা বলছি

৩০ মার্চ, ২০১৬ ০০:০০কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু। আর্থিক অসচ্ছলতার কারণে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন। একজন নারীর এই দুই ঘণ্টার নিরাপত্তা দিতে পারে না আমাদের সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চলছে। সব ঘটনার মতো কয়েক দিন প্রতিবাদ করা, আবার পরে থেমে যাওয়া—তনুর ঘটনায় যেন এমনটা না ঘটে। আমরা যেন বিচার না পাওয়া পর্যন্ত একাট্টা থাকি। আমরা যদি অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করানো পর্যন্ত ঐক্যবদ্ধ থাকি, তাহলে দৃষ্টান্ত তৈরি হবে। সমাজে এমন ঘটনা আর না ঘটুক—এই প্রত্যাশা আমাদের সবার।

সফিউল আলম প্রধান

শিক্ষার্থী, সরকার ও রাজনীতি বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


মন্তব্য