kalerkantho


প্রযুক্তি শিথিল করছে বন্ধন

২২ মার্চ, ২০১৬ ০০:০০একটা সময় ছিল জন্ম, মৃত্যু, উৎসব, বিয়ে ইত্যাদির খবর দেওয়ার জন্য আত্মীয়স্বজনের বাড়িতে সশরীরে গিয়ে হাজির হতো মানুষ। কিন্তু এখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে। তা ছাড়া ডিজিটাল প্রযুক্তিতে চোখের পলকেই যেকোনো খবর যেকোনো স্থানে পৌঁছানো যায়। এটা নিঃসন্দেহে যুগের উন্নতির ফল। ডিজিটালের সুফল আমরা ভোগ করছি ঠিকই, কিন্তু বিনিময়ে কী হারাচ্ছি তা কি ভেবে দেখছি? আমাদের আত্মীয়তার বন্ধন ঠুনকো হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে মানুষ আবদ্ধ হয়ে গেছে এক যান্ত্রিক আবেশে। দিনের বড় একটা সময় দখল করে নিচ্ছে প্রযুক্তি। এভাবে প্রযুক্তির উচ্চ শিখরে আরোহণের সঙ্গে সঙ্গে কি আমরা আত্মিক বন্ধন হারাতে চলেছি? প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তা ভেবে দেখা দরকার।

কাজী সুলতানুল আরেফিন

পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী। 


মন্তব্য