kalerkantho


প্রযুক্তির বিপদ থেকে দূরে থাকুন

১৬ মার্চ, ২০১৬ ০০:০০সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা এখন ইন্টারনেটের সঙ্গে যুক্ত। ফলে আর্থিক লেনদেন যেমন সহজ হয়েছে, দ্রুততরও হয়েছে। কিন্তু এতে ঝুঁকিও বেড়েছে। সম্প্রতি দেশের রিজার্ভ ব্যাংকে চুরি ও এর আগে এটিএম বুথে জালিয়াতির ঘটনা প্রযুক্তি ব্যবহারের ঝুঁকির বিপদ সম্পর্কেই বার্তা প্রদান করে। এটিএম জালিয়াতির ঘটনায় ব্যক্তিগতভাবে অনেকের ক্ষতি হয়েছে, রিজার্ভের চুরিতে রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে গেল। এই চুরিও আদতে জনগণের ক্ষতি করল। দেশ-বিদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিস্তারে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আমাদের পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তির ভালো-মন্দ প্রভাব পড়ছে। বর্তমানে ফেসবুক, টুইটার, ইন্টারনেট ইত্যাদির অপব্যবহার করে আমাদের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অতি মূল্যবান সময় নষ্ট করছে। অনেক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানুষের মনস্তত্ত্বের ওপরও প্রভাব ফেলছে। পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ ও সামাজিক অপরাধের সংখ্যাও বাড়ছে। সময় থাকতেই তথ্যপ্রযুক্তির ব্যবহারকে বিপৎমুক্ত করার উদ্যোগ নিতে হবে। বিজ্ঞানের অবদানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হলে অবশ্যই বিজ্ঞানের অপব্যবহার রোধে সমাজ, রাষ্ট্র ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

বিপ্লব

ফরিদপুর।


মন্তব্য