kalerkantho

শিশুহত্যা আর নয়

১০ মার্চ, ২০১৬ ০০:০০সম্প্রতি যেভাবে শিশুহত্যা শুরু হয়েছে, তাতে বোঝা যায় মানুষের মানবিক গুণাবলি ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। সভ্যতা ও মানবিকতা সমান্তরালে অগ্রসর হতে পারেনি। বৈজ্ঞানিক সভ্যতা মানুষকে চরম ভোগবাদী করেছে। আর এই ভোগবাদই নানামুখী অপরাধের জন্ম দেয়। মানুষের চারিত্রিক উন্নতিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি পরিবারেরও বড় ভূমিকা রয়েছে। মা, বাবা ও শিক্ষক—এই তিনজন শিশুর জীবন গড়েন। তাই শিশুহত্যা রোধে মানবিক মানুষ গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

ইন্তাজুল ইসলাম, এনায়েতপুর, গৌরনগর, যশোর।


মন্তব্য