kalerkantho


স্কুলে শিক্ষক নেই

২ মার্চ, ২০১৬ ০০:০০উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট প্রকট। শিক্ষা ভবনের অবিবেচনাপ্রসূত শিক্ষক বদলির কারণে বেশির ভাগ উপজেলার সরকারি মাধ্যমিক স্কুলে শ্রেণিকক্ষে পাঠদানে অনিয়ম দেখা দিয়েছে। শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ, উপজেলা পর্যায়ে একটি ভালো স্কুল। এই স্কুলে প্রধান শিক্ষকসহ মোট ১৬টি পদ রয়েছে। কিন্তু এখানে বর্তমানে শিক্ষক আছেন মাত্র আটজন। নেই গণিত, বিজ্ঞান, ইংরেজি ও ধর্মীয় শিক্ষক। বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য নেই বিজ্ঞানের শিক্ষক।

ইংরেজি পড়াচ্ছেন একজন শারীরিক শিক্ষক আর ধর্মীয় শিক্ষক নেই দীর্ঘ ১০ বছর ধরে। কোনো কোনো জেলা পর্যায়ের ৫২ শিক্ষকের বিপরীতে ৫৩-৫৪ জন শিক্ষক আছেন। জেলা পর্যায়ে ৫২ জন শিক্ষকের সঙ্গে দুই-তিনজন শিক্ষককে সংযুক্তি দেওয়া উচিত; কিন্তু সেটা না করে উল্টো শিক্ষক বদলি করা হচ্ছে। যেখানে সংকট আছে, সেখানে আরো সংকট বাড়ানো হচ্ছে। আমরা শিক্ষা ভবনের এমন কাণ্ডজ্ঞানহীন বদলির বিরোধিতা করি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরা বিষয়টি সমন্বয় করবেন এটাই প্রত্যাশা।

মো. মোফাজ্জল হোসেন

আহ্বায়ক, বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, ঢাকা


মন্তব্য