kalerkantho


আল্লামা শফী শপথ পড়ালেন অনুসারীদের

মেয়েদের স্কুল কলেজে পড়তে পাঠাবেন না

হাটহাজারী প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০মেয়েদের স্কুল কলেজে পড়তে পাঠাবেন না

ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যারা তাঁর আদর্শ অনুসরণ করবে তারা দুনিয়াতে ও আখিরাতে শান্তিতে থাকবে। পরকালে তারাই হবে সফলকাম ব্যক্তি। এ সময় তিনি মেয়েদের স্কুল-কলেজে পড়তে না পাঠাতে, পাঠালেও সর্বোচ্চ ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়ানোর ওয়াদা করান অনুসারীদের।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত অনুসারীদের উদ্দেশে একপর্যায়ে তিনি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে পাঠাবেন না। পাঠালেও বেশি হলে ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়াবেন। বিয়ের পর স্বামীর টাকা-পয়সার হিসাব রাখতে হবে। চিঠি লিখতে হবে স্বামীর কাছে। আর বেশি যদি পড়ান, পত্র-পত্রিকায় দেখছেন আপনারা, মেয়েকে এইট, নাইন, টেন, এম এ, বি এ পর্যন্ত পড়ালে কিছুদিন পর ওই মেয়ে আর আপনার মেয়ে থাকবে না। অন্য কেউ নিয়ে যাবে। পত্র-পত্রিকায় এ রকম ঘটনা আছে কি না? ওয়াদা করেন। বেশি পড়াবেন না।  বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ।’

এ সময় উপস্থিত অনুসারীরা হাত তুলে ওয়াদা করেন। পরে তিনি দোয়া পরিচালনার মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।

মাহফিলে আরো অনেক উলামা একরাম অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছেন আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুুবী, ডক্টর আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

 মন্তব্য