kalerkantho


বসুন্ধরা কিংসের চমক কলিনড্রেস ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বসুন্ধরা কিংসের চমক কলিনড্রেস ঢাকায়

ড্যানিয়েল কলিনড্রেস

বিশ্বকাপের ড্যানিয়েল কলিনড্রেস এখন ঢাকায়! রাশিয়া বিশ্বকাপ খেলা এই কোস্টারিকান ফরোয়ার্ড আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলবেন বসুন্ধরা কিংসের হয়ে।

জাপান ট্যুর শেষে গত রাতে তিনি ঢাকা এসে পৌঁছেছেন। দেশের ক্ষয়ে যাওয়া ফুটবলে এমন তারকার উপস্থিতি চমকে দেওয়ার মতোই ঘটনা। ঢাকার ফুটবলে জৌলুস যোগ করতে এবং ফুটবলানুরাগীদের মাঠে ফেরাতে বসুন্ধরা কিংস প্রথাগত ধারার বাইরে গিয়ে এনেছে এক বিশ্বমানের ফুটবলার। দু-এক দিনের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে এই তারকাকে উপস্থাপন করবে সবার সামনে। রাশিয়া বিশ্বকাপে তিনি দুটি ম্যাচ খেলেছেন কোস্টারিকার জার্সি গায়ে। জাতীয় দলে বাঁ দিকের উইং ধরে খেললেও কিংসে থাকবেন সেন্ট্রাল অ্যাটাকিং রোলে। কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবে। তাঁর ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা গোল সহায়ক হবে বলে মনে করেন কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান চাইছেন দেশি ফুটবলারদের কলিনড্রেসে উদ্বুদ্ধ করতে, ‘বিশ্বমানের ফুটবলার যেমন দর্শকদের আগ্রহী করবেন, তেমিন তাঁর সঙ্গ আমাদের দেশি ফুটবলারদের জন্য শিক্ষণীয় হবে। আমি চাই, তাঁর সঙ্গে খেলে আমাদের ফুটবলারদের উন্নতি হোক।’মন্তব্য