কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আকিফার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তাতে আসামি করা হয়েছে বাসের মালিক জয়নুল আবেদিন, চালক খোকন ও হেলপার (চালকের সহকারী) মাস্টার আলীকে।
গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলাটি করেন আকিফার বাবা হারুন উর রশিদ। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন মামলার কথা নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, মামলাটি হয়েছে সড়ক দুর্ঘটনা আইনে। আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘গঞ্জেরাজ’ পরিবহনের একটি বাস কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশু আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। কিন্তু হঠাৎ করেই কোনো হর্ন ছাড়া চালক খোকন বাসটি চালিয়ে দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে আকিফা। বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। এরপর গত বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আকিফার।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...