kalerkantho

সবিশেষ

জোকোভিচের বিপদ!

১৩ জুলাই, ২০১৮ ০০:০০জোকোভিচের বিপদ!

বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়ে বিপদে সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিসের দল সার্বিয়ান প্রোগেসিভ পার্টির প্রেসিডেন্ট ভ্লাদিমির দুকানোভিচ তো তাঁকে রীতিমতো নির্বোধের সঙ্গে তুলনা করেছেন! টুইটারে তিনি লিখেছেন, ‘একমাত্র নির্বোধই ক্রোয়েশিয়াকে সমর্থন করতে পারে। ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়ে তুমি কি লজ্জিত নও?’মন্তব্য