kalerkantho

সবিশেষ

বাজিতে হেরে

১২ জুলাই, ২০১৮ ০০:০০বাজিতে হেরে

মঙ্গলবার রাতে ঘুমটা ভালো হয়নি বেলজিয়ানদের। ফলে সকালে ওঠার পর তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাকে দুঃস্বপ্ন ভাবতেই পারে তারা। ব্রাসেলসের মেট্রো স্টেশনে যে ফ্রান্স ফুটবল দলের সংগীত বেজে চলেছে। না তারা দুঃস্বপ্ন দেখেনি, ভুলও শোনেনি। ব্রাসেলসের মেট্রো স্টেশনে ফ্রান্সের গান বেজেছে। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে বেলজিয়ামের হারের ফলে তাদের এ কাজটি করতে হয়েছে। ব্রাসেলসের ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এসটিআইবির সঙ্গে প্যারিসের ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আরএটিপির বাজি হয়েছিল যদি সেমিফাইনালে ফ্রান্সের কাছে বেলজিয়াম হেরে যায় তাহলে ২০০২ সালে ফ্রান্সের রক তারকা জনি হ্যালিডের গাওয়া গান ‘উই আর চ্যাম্পিয়ন্স, উই আর অল টুগেদার, গো দ্য ব্লুজ’ প্রচার করবে। বাজিতে হেরে এসটিআইবিকে গানটি প্রচার করতে হয়। এসটিআইবির মুখপাত্র ফ্রাঙ্কোস লেদুনে বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে গানটি দুইবার প্রচার করা হয়।’ এএফপি

 মন্তব্য