kalerkantho


খুলনা সিটি নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্রের হতাশা

সুষ্ঠু তদন্তের তাগিদ

কূটনৈতিক প্রতিবেদক   

১৭ মে, ২০১৮ ০০:০০খুলনা সিটি নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্রের হতাশা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও বলপ্রয়োগের খবরে গভীর হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এসংক্রান্ত অভিযোগগুলো সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তেরও আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক মার্ক গ্রিনকে নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব দলকে অভিনন্দনও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে সব দল খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, ‘আমি প্রত্যেককে অভিনন্দন জানাই।’ নির্বাচনে অনিয়মে হতাশা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, অনিয়ম ও বলপ্রয়োগের খবর অত্যন্ত হতাশার। তিনি এসব অভিযোগ আমলে নিয়ে স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বার্নিকাট আগামী নির্বাচনগুলোতে আইনের শাসনের প্রতি অঙ্গীকার সমুন্নত রাখতে সব দলকে উৎসাহিত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।মন্তব্য