kalerkantho


ইউনিসেফের প্রতিবেদন

বিশ্বে বাল্যবিয়ে কমেছে উল্লেখযোগ্য হারে

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মার্চ, ২০১৮ ০০:০০বিশ্বে বাল্যবিয়ে কমেছে উল্লেখযোগ্য হারে

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বিশ্বজুড়ে বাল্যবিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। সংস্থাটির অনুমান, গত এক দশকে প্রায় দুই কোটি ৫০ লাখ

মেয়ের বাল্যবিয়ে প্রতিহত করা গেছে। বর্তমানে বিশ্বের ২০ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে। এক দশক আগে এই হার ছিল ২৫ শতাংশ। 

ইউনিসেফ জানায়, বাল্যবিয়ে কমানোর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এসব দেশের মধ্যে ভারত সফলতা পেয়েছে নারীশিক্ষার প্রসার এবং বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব প্রচারের কারণে। সংস্থাটি জানায়, আফ্রিকার দেশগুলোতে বাল্যবিয়ে এখনো বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। যদিও ইথিওপিয়া বাল্যবিয়ের হার এক-তৃতীয়াংশ কমাতে সক্ষম হয়েছে।

ইউনিসেফের লিঙ্গবৈষম্য বিষয়ক প্রধান উপদেষ্টা আনজু মালহোত্রা বলেন, ‘নারীর জীবনে বাল্যবিয়ের প্রভাব ব্যাপক। এ কারণে বাল্যবিয়ে কমার যেকোনো খবরই ইতিবাচক। তবে এ লড়াইয়ে আরো অনেক দূর যেতে হবে।’

মালহোত্রা আরো বলেন, ‘জোর করে অল্প বয়সে বিয়ে দিলে একটি মেয়ে যেসব সমস্যায় পড়ে, সেগুলো তাকে জীবনভর পোহাতে হয়।’ তিনি বলেন, ‘একপাশে স্বামীর নির্যাতন চলে। অন্যদিকে লেখাপড়া থেকে তার মনোযোগ উঠে যেতে থাকে। গর্ভকালীন নানা জটিলতার হারও বাড়ে। এ ছাড়া দারিদ্র্যের ঝুঁকি থেকে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে।’

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ে এখন সাব-সাহারান আফ্রিকান অঞ্চলে বেশি দেখা যাচ্ছে; যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আরো কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকান অঞ্চলে এক দশক আগে বাল্যবিয়ের হার ছিল ২০ শতাংশ। কিন্তু বর্তমানে তা বেড়ে প্রায় ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। সূত্র : বিবিসি।মন্তব্য