kalerkantho


মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় গতকাল বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত চারজনকে মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিক তদন্তে নিহত দম্পতি গ্যাস বেলুন বিক্রেতা বলে জানতে পেরেছে। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলা সদরের গোরকঘাটা আদিনাথ মন্দিরের শিবচতুদর্শী মেলায়। মেলায় আগত পূজারি ও ভক্তরা বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করলে কয়েকটি দোকানের মালপত্র নষ্ট হয়ে যায়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, সিলিন্ডারে অতিরিক্ত গ্যাস ভর্তি থাকায় তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে স্বামী-স্ত্রীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।

লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ। তবে মেলায় আসা এক দোকানি জানান, নিহত দম্পতির বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা

উপজেলার বোয়ালখালী গ্রামে। আহতরা হচ্ছেন ছোট মহেশখালীর অঞ্জলি রানী (৩৫), সাতকানিয়ার নিরব পাল (১০), দক্ষিণ হিন্দুপাড়ার ইদুল দে (৩০) ও কান্তু দে (২৬)।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদিনাথ মেলা কার্যকরী কমিটির সভাপতি আবুল কালাম বলেন, দুর্ঘটনাজনিত কারণে দুজনের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। মেলা ও পূজা স্বাভাবিকভাবে চলছে। প্রসঙ্গত, শিবচতুর্দশী পূজা উপলক্ষে আদিনাথ মন্দির এলাকায় মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী মেলা চলছে।মন্তব্য