kalerkantho


প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হবে বসুন্ধরা সিমেন্টে

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হবে বসুন্ধরা সিমেন্টে

রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে সিমেন্ট সরবরাহের জন্য বসুন্ধরা সিমেন্ট ও ফ্রেসিনেট মিনাউ নর্দান এমিরেটস এলএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং এফএমএনইর আঞ্চলিক পরিচালক অলিভার বিচেট। ছবি : কালের কণ্ঠ

দেশের প্রথম নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হবে বসুন্ধরা সিমেন্ট। গতকাল মঙ্গলবার এ নিয়ে বসুন্ধরা সিমেন্ট ও ফ্রেসিনেট মিনার্ড নর্দান এমিরেটসের (এফএমএনই) মধ্যে একটি ‘সরবরাহ চুক্তি’ সই হয়েছে।

রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে হয় এ চুক্তি। তাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং এফএমএনইর আঞ্চলিক পরিচালক অলিভার বিচেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, এই চুক্তির ফলে নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পে তিন লাখ টনের বেশি বসুন্ধরা সিমেন্ট সরবরাহ করা হবে।

বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অত্যাধুনিক ভিআরএম পদ্ধতিতে তৈরি দেশের বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। এই সিমেন্টের গুণগত মানের ওপর দেশি-বিদেশি প্রতিষ্ঠানের আস্থা রয়েছে। বাজারের সুনাম ও সক্ষমতার কথা বিবেচনা করে পদ্মা সেতু, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফএমএনই ব্যবস্থাপনা পরিচালক সাইরিল প্লোমথিউক্স, প্রকল্প ব্যবস্থাপক (স্টার্টআপ) পাসকেল মার্টিন ডাগুইট, প্রকল্প ব্যবস্থাপক কিরিল টুসিন, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, কালের কণ্ঠ প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, সিএফও মো. তোফায়েল হোসেন, সিমেন্ট খাতের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) মো. মাহমুদুল হাসান, উপমহাব্যবস্থাপক (করপোরেট সেলস) সরোজ কুমার বড়ুয়া, উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল সাপোর্ট) আহসানুল হাবিব, ব্যবস্থাপক (করপোরেট সেলস) রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য