kalerkantho


ময়মনসিংহে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার খলাপাড়া গ্রামের বেদায়কুড়ি বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রাজগাতী ইউপির সদস্য রফিউল আলম জানান, নান্দাইল-তাড়াইল সড়কের পাশে খলাপাড়া কমিউনিটি ক্লিনিকের বিপরীতে বিলটির অবস্থান। গতকাল বিকেলে কৃষক রহুল আমিন জমি দেখতে বিলে যান। সেখানে তিনি মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, ‘উদ্ধারকালে ওই লাশে কোনো কাপড় ছিল না। শিয়ালে খেয়ে লাশটি ক্ষতবিক্ষত করেছে। গ্রামবাসী ওই নারীকে শনাক্ত করতে পারেনি। বিচ্ছিন্ন মাথাটির খোঁজ করা হচ্ছে।’মন্তব্য