kalerkantho


সবিশেষ

সন্তান থাকলে আয়ু বাড়ে!

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০বিয়ে করলেও সন্তান নিতে চান না—‘আধুনিক’ যুগে এমন দম্পতির অভাব নেই। কিন্তু গবেষণা বলছে, সন্তান না নেওয়া ভুল সিদ্ধান্ত; অন্তত দীর্ঘায়ুর প্রশ্নে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সন্তান আছে—এমন দম্পতির চেয়ে সন্তানহীন দম্পতির আয়ু কম।

গবেষণাটি করেছেন সুইডেনের ক্যারোলিত্স্কা ইনস্টিটিউটের এক দল গবেষক।

তাতে দেখা গেছে, ৬০ বছর বয়সী যেসব মা-বাবার সন্তান আছে, তাঁরা একই বয়সী সন্তানহীন দম্পতির চেয়ে বেশি দিন বাঁচেন। এ ক্ষেত্রে সন্তানহীন পুরুষের চেয়ে সন্তান থাকা পুরুষের গড় আয়ু দুই বছর বেশি হয়। আর নারীদের ক্ষেত্রে এই ব্যবধান দেড় বছরের মতো। গবেষণায় বিজ্ঞানীরা মূলত দেখতে চেয়েছেন, সন্তান থাকা-না থাকার সঙ্গে আয়ুর সম্পর্কটা কী। তাতে দেখা গেছে, সন্তান থাকলে শেষ বয়সে মা-বাবা নানা ধরনের দুশ্চিন্তা থেকে রেহাই পান। এ ছাড়া শেষ বয়সে সন্তানরা সামাজিক নানা ক্ষেত্রে মা-বাবার পাশে দাঁড়ায়। অন্যদিকে সন্তানহীন দম্পতি শেষ বয়সে নানা ধরনের হতাশায় ভোগেন। এর প্রভাব পড়ে তাঁদের আয়ুতে। ১৪ লাখ বয়স্ক নারী-পুরুষের জাতীয় নিবন্ধন থেকে তথ্য নিয়ে এ গবেষণা করা হয়েছে।  সূত্র : গ্লোবাল নিউজ।মন্তব্য