kalerkantho


সবিশেষ

প্রেসিডেন্টেরও ভূতের ভয়!

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০বাড়ির বাইরে কঠোর নিরাপত্তাবলয়। কালো স্যুট পরে হাতে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে। তবু ভয়। আর এমনই ভয় যে বাড়ি ছাড়তে বাধ্য হলেন খোদ প্রেসিডেন্ট! তাঁর দাবি, নিরাপত্তা দিয়ে কী হবে, ভয় তো ভূতের। মাঝরাতে নাকি কিসের আওয়াজ হয়। বাথরুমের কল থেকে নাকি হঠাৎ পানি পড়তে শুরু করে। ঘরের আলো জ্বালাতে নিজে নিজেই কল বন্ধ হয়ে যায়। ফের আলো জ্বালাতে কল থেকে পানি পড়ে। এমনই সব নাকি ঘটছে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমারের সরকারি বাসভবনে। ভুতুড়ে দাপাদাপির অভিযোগ করেছেন খোদ প্রেসিডেন্ট।

পরিস্থিতি এমন যে আপাতত তুলনায় ছোট আরেকটি বাড়িতে গিয়ে উঠেছেন টেমার। সঙ্গে পরিবারও। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আগের বাড়িতে অশুভ কিছু ছিল। মাঝেমধ্যেই উৎপাত চলত। আমার স্ত্রীও অনুভব করেছেন।’ যদিও প্রেসিডেন্টের সাত বছরের ছেলে নাকি বাড়ি ছাড়তে চাইছিল না। ভুতুড়ে উৎপাতে নাকি সে বেশ মজা পাচ্ছিল।

এই ইস্যুতে অবশ্য বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট। এমনিতেই বাজেট অধিবেশনে আইন ভেঙে অপসারিত হয়েছিলেন তাঁর পূর্বসূরি দিলমা রুসেফ। কিন্তু তাঁর সহযোগীদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এর মধ্যে আবার ভূতের ভয়। সূত্র : এই সময়।

 মন্তব্য