kalerkantho

সবিশেষ

অঙ্কে ভীতি জিনগত!

কালের কণ্ঠ ডেস্ক   

১ মার্চ, ২০১৭ ০০:০০অঙ্ক পরীক্ষার আগের দিন ধুম জ্বর—প্রায়ই শোনা যায়। অনেকে আবার এ ধরনের ঘটনাকে পরীক্ষার্থীর অজুহাতও বলে থাকে।

কিন্তু গবেষকরা বলছেন, এই অঙ্কে ভীতি কিংবা ভূগোলে গোলমালের বীজ লুকিয়ে রয়েছে মানুষের শরীরের জিনের মধ্যেই।

লন্ডনের কিংস কলেজের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সাইকোলজি ও নিউরো সায়েন্সের গবেষক মার্গারিটা মালানচিনি বলেন, ‘বিশেষ কিছু জিনের মধ্যেই লুকিয়ে থাকে এ ধরনের উৎকণ্ঠার কারণ। যদি আমরা জিনগত এ কারণ সম্পর্কে অবগত হই, তাহলে কোন শিশুর মধ্যে এ ধরনের উৎকণ্ঠা দেখা দিতে পারে, তা তাদের ছোটবেলা থেকেই ধারণা করা যেতে পারে। ’

১৯ থেকে ২১ বছর বয়সী এক হাজার ৪০০ জন যমজের ওপর এই গবেষণা চালানো হয়। তাতে দেখা যায়, যেকোনো ধরনের মানসিক ভীতির সঙ্গে জিনের গঠন ও ডিএনএর গভীর সম্পর্ক রয়েছে। একই পরিবারের যমজ সন্তানের মধ্যে জিনগত পার্থক্যের জন্য যেমন তাদের পছন্দ-অপছন্দ, উৎসাহ আলাদা হতে পারে, তেমনই তাদের উৎকণ্ঠার প্রবণতার ক্ষেত্রেও সেই পার্থক্য দেখা যেতে পারে। তারা একই পারিবারিক আবহে বেড়ে উঠলেও জিনের গঠন আলাদা হওয়ায় এ চরিত্রগত পার্থক্য দেখা যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 


মন্তব্য