kalerkantho

সবিশেষ

অঙ্কে ভীতি জিনগত!

কালের কণ্ঠ ডেস্ক   

১ মার্চ, ২০১৭ ০০:০০অঙ্ক পরীক্ষার আগের দিন ধুম জ্বর—প্রায়ই শোনা যায়। অনেকে আবার এ ধরনের ঘটনাকে পরীক্ষার্থীর অজুহাতও বলে থাকে। কিন্তু গবেষকরা বলছেন, এই অঙ্কে ভীতি কিংবা ভূগোলে গোলমালের বীজ লুকিয়ে রয়েছে মানুষের শরীরের জিনের মধ্যেই।

লন্ডনের কিংস কলেজের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সাইকোলজি ও নিউরো সায়েন্সের গবেষক মার্গারিটা মালানচিনি বলেন, ‘বিশেষ কিছু জিনের মধ্যেই লুকিয়ে থাকে এ ধরনের উৎকণ্ঠার কারণ। যদি আমরা জিনগত এ কারণ সম্পর্কে অবগত হই, তাহলে কোন শিশুর মধ্যে এ ধরনের উৎকণ্ঠা দেখা দিতে পারে, তা তাদের ছোটবেলা থেকেই ধারণা করা যেতে পারে।’

১৯ থেকে ২১ বছর বয়সী এক হাজার ৪০০ জন যমজের ওপর এই গবেষণা চালানো হয়। তাতে দেখা যায়, যেকোনো ধরনের মানসিক ভীতির সঙ্গে জিনের গঠন ও ডিএনএর গভীর সম্পর্ক রয়েছে। একই পরিবারের যমজ সন্তানের মধ্যে জিনগত পার্থক্যের জন্য যেমন তাদের পছন্দ-অপছন্দ, উৎসাহ আলাদা হতে পারে, তেমনই তাদের উৎকণ্ঠার প্রবণতার ক্ষেত্রেও সেই পার্থক্য দেখা যেতে পারে। তারা একই পারিবারিক আবহে বেড়ে উঠলেও জিনের গঠন আলাদা হওয়ায় এ চরিত্রগত পার্থক্য দেখা যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 মন্তব্য