kalerkantho


ভূমিকম্প সহনীয় বিছানা

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভূমিকম্প সহনীয় বিছানা

ঘরের মধ্যে এমন কিছু থাকত, যেটা ভূমিকম্প হলে রক্ষা করবে—এমন ভাবনা অনেকের মধ্যেই কাজ করে। এবার এই ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চীনের একজন বিজ্ঞানী। তিনি এমন একটি বিছানা বানিয়েছেন, যেটা ভূমিকম্প শুরু হলে স্বয়ংক্রিয়ভাবে মুড়ে গিয়ে একটা স্টিলের বাক্সে পরিণত হবে। অর্থাৎ, ছাদ ভেঙে পড়লেও এর ভেতরে নিরাপদে থাকা যাবে।

২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ৯০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর থেকেই মূলত চীনা বিজ্ঞানীদের মাথায় ঘুরপাক খেতে থাকে ভূমিকম্প সহনীয় বিছানার বিষয়টি। সম্প্রতি যে বিছানাটি বানানো হয়েছে, তার নকশা করেছেন ওয়াং ওয়েনক্সি।

ওয়াং ওয়েনক্সি এক ভিডিওর মাধ্যমে দেখান, একটি মানুষ ওই বিশেষ বিছানায় ঘুমিয়ে আছে। এরপর কম্পনের ফলে ওই ব্যক্তি বিছানার মাঝখানের ফাঁক দিয়ে পড়ে যান। এরপর ওপরের ঢাকনা বন্ধ হয়ে যায়। বাক্সের ভেতর খাবার-দাবার ও অন্যান্য সরঞ্জাম রাখার জায়গা আছে।

তবে এ বিছানা নিয়ে সমালোচনাও চলছে। অনেকে বলছেন, ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে ওই বিছানা খুঁজে পাবে কিভাবে। কিংবা ভেতরকার ওই ব্যক্তিই বা কিভাবে বের হবে। সূত্র : ডয়চে ভেলে।মন্তব্য