kalerkantho


এক মুরগিতেই নানা জাতের ডিম

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০এক মুরগিতেই নানা জাতের ডিম

বিজ্ঞানীরা এমন একটি হাইব্রিড মুরগির জন্ম দিয়েছেন, যেটা একাই নানা প্রজাতির ডিম পাড়বে। ‘জেনেটিক্যালি মডিফায়েড’ এ মুরগির কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

সম্প্র্রতি ম্যাসাচুসেটসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের এক সম্মেলনে বিজ্ঞানীরা জানান, জেনেটিক কারিগরির ফলে জন্ম নেওয়া হাইব্রিড এ মুরগি বিভিন্ন প্রজাতির ডিম পাড়তে পারবে। কেবল তাই নয়, বার্ড ফ্লুর মতো রোগও অনায়াসে প্রতিরোধ করতে পারবে এই মুরগি। অর্থাৎ, এর ডিম থেকে জন্ম নেওয়া কোনো মুরগিই বার্ড ফ্লুয়ের বাহক হবে না।

এডিনবরার বিজ্ঞানীরা জানান, পাখিদের প্রজননে মুখ্য ভূমিকা নেয় ডিডিএক্স৪ নামের জিন। জিন এডিটিং পদ্ধতিতে মডিফাই করা হয়েছে এই জিনটিই। তবে নিজের ডিম পাড়তে পারবে না হাইব্রিড এ মুরগি। অন্য কোনো প্রজাতির মুরগির স্টেম সেল এনে এ মুরগির গর্ভে স্থাপন করতে হবে। তাহলে সেই প্রজাতির ডিম নিজের দেহে তৈরি করবে এই হাইব্রিড মুরগি।

বিজ্ঞানীরা বলেন, ‘যেহেতু এ মুরগি অন্য প্রজাতির ডিমও পাড়তে পারে, তাই বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ করতে নতুন এ হাইব্রিড মুরগি সাহায্য করবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 মন্তব্য