kalerkantho

সবিশেষ

‘আজ আমিও মুসলিম’

নিউ ইয়র্ক প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার প্রতিবাদে গত রবিবার নিউ ইয়র্কে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। আর ওই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘টুডে আই  অ্যাম মুসলিম টু’। অর্থাৎ ‘আজ আমিও মুসলিম’। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টাইম স্কয়ারে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

সমাবেশে ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। তিনি বলেন, ‘টুডে আই অ্যাম মুসলিম টু’। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধিতাও করেন তিনি। দুই বছর বয়সী মেয়ে শার্লটকে নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও। বিক্ষোভে যোগ দিয়ে টুইটারে হিজাব পরা এক মার্কিন নারীর ছবি পোস্ট করে চেলসিও বলেন ‘টুডে আই অ্যাম মুসলিম টু’।

সমাবেশে অনেক বাংলাদেশিও অংশ নেন। তাঁরা বলেন, ‘আমরা মুসলমান। তাই মুসলমানদের ওপর কোনো অন্যায়-আত্যাচার কখনোই মেনে নেব না।’

বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার বলেন, ‘ইসলাম শান্তি, ন্যায় ও সহনশীলতার ধর্ম। ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না।’মন্তব্য