kalerkantho


সবিশেষ

‘থার্ড হ্যান্ড’ ধূমপানেও শিশুর ক্ষতি

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ধূমপানের কারণে ক্যান্সার হয়—এর প্রমাণ মেলে গত শতাব্দীর পঞ্চাশের দশকে। এর কয়েক দশক পর প্রমাণিত হয়, পরোক্ষ (সেকেন্ড হ্যান্ড) ধূমপানও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সর্বশেষ গত শুক্রবার প্রকাশিত একটি গবেষণা বলেছে, মানব শরীরের জন্য বিশেষ করে শিশুদের জন্য অনেক ক্ষতিকর থার্ড হ্যান্ড ধূমপানও (টিএইচএস)।

ঘরের জিনিসপত্রে লেগে থাকা তামাকের ধোঁয়ার অবশিষ্ট শরীরে প্রবেশ করাকে টিএইচএস বলা হয়। হালের এ গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের একদল গবেষক। আর তাঁদের গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়েছে ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে। তাতে বলা হয়েছে, ধূমপানের কারণে তামাকের অনেক ক্ষতিকর উপাদান ঘরের জিনিসপত্রে দীর্ঘদিন থেকে যায়। এসব উপাদানের সংস্পর্শে এলে তা শিশুর স্বাস্থ্যে খুবই খারাপ প্রভাব ফেলতে পারে। যেমন—শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়তে পারে। কমে যেতে পারে শরীরের ওজনও।

বিজ্ঞানীরা জানান, তাঁরা ইঁদুরের ওপর এই গবেষণা চালিয়েছেন। এ জন্য এমন একটি গবেষণাগার বানানো হয়, যার পরিবেশ ছিল একজন ধূমপায়ীর বাড়ির মতো। ওই গবেষণাগারে একটা নির্দিষ্ট সময় ইঁদুরগুলো রাখা হয়। তারপর পরীক্ষা করা হয়, টিএইচএসের নেতিবাচক প্রভাব কতটুকু! সূত্র : এএফপি।মন্তব্য