kalerkantho


আ. লীগের জাতীয় সম্মেলন

রংপুর জেলার কাউন্সিলর তালিকায় জয়

নিজস্ব প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০রংপুর জেলার কাউন্সিলর তালিকায় জয়

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে রংপুর জেলার কাউন্সিলর হিসেবে যোগ দিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০১৫ সালে জয় রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য নির্বাচিত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জয়ের কাউন্সিলর হওয়ার বিষয়টি জানানো হয়। ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির রংপুর বিভাগের এক প্রতিনিধি সভা শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘রংপুর জেলা আওয়ামী লীগের কাছ থেকে কাউন্সিলরদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে সজীব ওয়াজেদ জয়ের নাম আছে। আগামী কাউন্সিলে রংপুরের কাউন্সিলর হিসেবেই তিনি সম্মেলনে যোগ দেবেন।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় কয়েক বছর আগে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নেন। ৪৫ বছর বয়সী জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ডিজিটাল বাংলাদেশ গঠনের যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে তার মূল পরামর্শক সজীব ওয়াজেদ জয়।

সংবাদ সম্মেলনে সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলা নিয়েও কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা প্রার্থনা করি, খাদিজা দ্রুত সুস্থ হয়ে উঠুক। আপনারা হয়তো জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী নিজ দপ্তরের মাধ্যমে নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।’

খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম প্রসঙ্গে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘অপরাধী যেই হোক, সে ছাত্রলীগ-যুবলীগ কিংবা ছাত্রদল-যুবদল, তা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, তাকে (বদরুল) দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবো। তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত করতে না পারে।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন দপ্তর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের, সদস্য আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, মাহমুদুল হাসান রিপন প্রমুখ।


মন্তব্য