kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


সবিশেষ

ধূমপায়ী বাবার সন্তানের হাঁপানি

কালের কণ্ঠ ডেস্ক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ধূমপায়ী বাবার সন্তানের হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্য শিশুদের চেয়ে তিনগুণ বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মায়ের জীবনাচারের প্রভাব শিশুর ওপর কতটা পড়ে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু অনাগত সন্তানের ওপর হবু বাবার জীবনাচার কী প্রভাব ফেলতে পারে—তা নিয়ে গবেষণা তেমন হয়নি। এ গবেষণায় দেখা গেছে, ধূমপানে হবু বাবার শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় এবং সন্তানের জিনের ওপর এর প্রভাব পড়ে।

২৪ হাজার শিশুর ওপর চালানো এ গবেষণায় দেখা  গেছে, যারা ১৫ বছরের আগেই প্রথম সিগারেট টানতে অভ্যস্ত হয়েছে, বিশেষ করে তাদের সন্তানরাই এ ধরনের ঝুঁকিতে পড়ে। দাম্পত্য জীবন শুরুর কত আগে সিগারেট খাওয়া ধরেছে এবং কত দিন এ অভ্যাস বজায় রয়েছে, এর ওপর স্বাস্থ্যঝুঁকির মাত্রা নির্ভর করছে।

নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিসিলি সাভানেস বলেছেন, বাবা হওয়ার আগে যারা ধূমপান করে, তাদের সন্তানের হাঁপানি হওয়ার আশঙ্কা অধূমপায়ী বাবাদের চেয়ে তিনগুণ বেশি। সূত্র : পার্সটুডে।


মন্তব্য