kalerkantho


বড় ডাইনোসরের পায়ের ছাপ

কালের কণ্ঠ ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বড় ডাইনোসরের পায়ের ছাপ

বিশ্বের অন্যতম বড় ডাইনোসরের পায়ের ছাপের খোঁজ মিলল মঙ্গোলিয়ায়। গোবি মরুভূমিতে পাওয়া গেছে ওই ছাপ।

গবেষকরা জানান, গোবি মরুভূমিতে ওই পায়ের ছাপ পৃথিবীতে ডাইনোসরদের বিচরণক্ষেত্র নিয়ে ধারণা আরো স্পষ্ট করল। পায়ের ছাপগুলো সাত থেকে ৯ কোটি বছরের পুরনো বলে দাবি গবেষকদের। তাঁরা জানান, এক একটি পায়ের ছাপ ১০৬ সেন্টিমিটার লম্বা ও ৭৭ সেন্টিমিটার চওড়া।

গত মাসেই মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে ভূস্তরের নিচে ৯ কোটি বছরের পুরনো ডাইনোসরের বিশাল ফসিল মিলেছিল। এর কাছেই সন্ধান মিলেছে পায়ের ছাপগুলোর।

এখন পর্যন্ত সন্ধান মেলা ডাইনোসরের মধ্যে আকারে সব চেয়ে বড় টাইটেনোসর প্রজাতির এই ডাইনোসর। এদের দৈর্ঘ্য ছিল ৩০ মিটার। উচ্চতা ২০ মিটার। সূত্র : ইন্ডিয়াডটকম।মন্তব্য