kalerkantho


বিশ্ব শিক্ষক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বিশ্ব শিক্ষক দিবস আজ বুধবার। দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন পৃথকভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। দিবসটি পালনের জন্য বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ জাতীয় উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। এর পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমন্বয়ক শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর দুপুর ১২টায় ঢাবির টিএসসি মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক রেহমান সোবহান, রাশেদা কে চৌধুরী, ইউনেসকো প্রতিনিধি বিয়াট্রিস কালডুন প্রমুখ।

জানা যায়, ১৯৯৪ সালে ইউনেসকোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে প্রায় ১০০টি দেশে এই দিবসটি পালন করা হয়।


মন্তব্য