kalerkantho


বিপন্ন সাত প্রজাতির মৌমাছি

কালের কণ্ঠ ডেস্ক   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০বিপন্ন সাত প্রজাতির মৌমাছি

প্রথমবারের মতো বিপন্ন প্রজাতির তালিকায় ঠাঁই পেল যুক্তরাষ্ট্রের একাধিক মৌমাছির প্রজাতি। বণ্য প্রাণী সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা জেরসেস সোসাইটিসহ গবেষকদের সমীক্ষার ভিত্তিতে তালিকায় সাত প্রজাতির মৌমাছির নাম যুক্ত করা হয়েছে। বিপন্ন ও হুমকিতে থাকা বিভিন্ন প্রজাতি সম্পর্কে মার্কিন সরকার যে তালিকা প্রস্তুত করে তাতে মৌমাছির এসব প্রজাতির নাম উল্লেখ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে বিপন্ন প্রজাতির তালিকায় কোনো মৌমাছির নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

হলদে মুখের এ মৌমাছিগুলোকে দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী স্থানীয় মৌমাছি হিসেবে বিবেচনা করা হতো। সংরক্ষণবাদীরা বলছেন, বাসস্থান সংকট, দাবানল ছাড়াও এসব মৌমাছির নিজস্ব এলাকায় বাইরের পোকামাকড়ের উপদ্রব এবং অন্য এলাকার গাছপালা প্রবর্তনের ফলে তারা বিলুপ্তির মুখে পড়েছে। সেখানকার বিপন্ন কিছু উদ্ভিদের পরাগায়ণের জন্য এসব মৌমাছি বেশ গুরুত্বপূর্ণ। সূত্র : বিবিসি।


মন্তব্য