kalerkantho

সবিশেষ

পাঁচ বছরে মা!

কালের কণ্ঠ ডেস্ক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০পাঁচ বছরে মা!

বয়স মাত্র পাঁচ। যে বয়সে স্কুলে ভর্তি হয়ে, বন্ধুদের সঙ্গে হেসে-খেলে বেড়ানোর কথা, সেই বয়সে মা হয়েছিল লিনা মেডিনা। দক্ষিণ আমেরিকার পেরুর এই মেয়েটিই বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা।

ঘটনাটি ১৯৩৯ সালের। মাত্র পাঁচ বছর বয়সে একটি ছেলের জন্ম দিয়েছিল লিনা মেডিনা। চিকিৎসাবিজ্ঞান আজও সেই রহস্যের কিনারা করতে পারেনি। পেরুতে একটি পাহাড়ের চূড়ায় এক গ্রামে মা-বাবার সঙ্গে থাকত লিনা। ক্রমে পেট বড় হতে থাকায় টিউমার হয়েছে ভেবে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন মা-বাবা। পাঁচ বছরের লিনাকে পরীক্ষা করে হতবাক হয়ে যান চিকিৎসকরা। লিনা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসকরা। লিনার সন্তানের বাবার নাম কখনোই জানা যায়নি। লিনার সন্তান প্রথমে তাকে বোন হিসেবে জানত। পরে ১০ বছর বয়স হওয়ার পর তাকে সব সত্য জানানো হয়। সূত্র : এই সময়।


মন্তব্য