kalerkantho


প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে বৃহস্পতিবার যশোরে মামলা করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা হেলাল আহমেদ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে যশোর কোতোয়ালি থানার ওসিকে ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পল্লী সঞ্চয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান তাঁর কর্মচারী জসিম উদ্দিনের সামনে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। মোবাইল ফোনের মাধ্যমে বাদী ওই সব মন্তব্য শুনেছেন। পরে তিনি যশোর বঙ্গবাজারের একটি অফিসে বসে সিডি ডিস্কের মাধ্যমে দ্বিতীয় দফায় শুনেছেন। এরপর তিনি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনে দুর্নীতির খবর দেখেছেন। সব কিছু বিচার-বিবেচনা করে বাদী মনে করেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব উক্তি করেছেন তা স্পষ্টত আইনের লঙ্ঘন। তবে সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে মামলা দায়েরে বিলম্ব ঘটেছে বলে বাদী তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন।


মন্তব্য