kalerkantho


সৌদিতে দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

বিডিনিউজ   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সৌদিতে দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টা  থেকে সাড়ে ১১টার মধ্যে দাহরান-জুবাইল মহাসড়কে কাতিফ সেন্ট্রাল হসপিটালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মিজানুর রহমান বলেন, সাতজন বাংলাদেশি শ্রমিক একটি ভ্যানে করে জুবাইলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানের যাত্রী  ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। ওই ভ্যানের এক বাংলাদেশি ও অন্য গাড়ির আরেক সৌদি নাগরিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন বলে মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল; পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম; আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম; ভোলার রানা শাহাবুদ্দিন ও শরিফ। এ ছাড়া সাইফুল নামের আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য