kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সবিশেষ

মানুষের চেয়ে বিড়াল বেশি

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মানুষের চেয়ে বিড়াল বেশি

পোশাকি নাম থাকলেও বাসিন্দাদের কাছে দ্বীপটার প্রচলিত নাম ‘ক্যাটস আইল্যান্ড’। জাপানের আওশিমা দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা প্রায় ছয় গুণ বেশি হওয়ায় এই নাম। তবে এই একটি দ্বীপই নয় শুধু, জাপানে এমন ডজনখানেক বিড়ালের দ্বীপ রয়েছে।

আওশিমা আসলে মৎস্যজীবীদের গ্রাম। মাছের অফুরন্ত সরবরাহেই এখানে বিড়ালদের এমন বাড়বাড়ন্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বদৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিড়ালের এই স্বর্গরাজ্য। প্রতিদিনই বিড়ালের রাজত্ব দেখতে আওশিমা দ্বীপে ভিড় জমাচ্ছে পর্যটকরা। বিড়ালের ভিড়ে মানুষকে খুঁজে পাওয়াই দায় এখানে। এ যেন ঠিক হ্যামেলিনের বাঁশিওয়ালা; শুধু ইঁদুরের জায়গায় বিড়াল হয়ে গেছে! সূত্র : জিনিউজ।


মন্তব্য