kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


জঙ্গলের নিচে নিউ ইয়র্ক!

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জঙ্গলের নিচে নিউ ইয়র্ক!

কম্বোডিয়ার আংকর ভাটের কাছেই বিস্তীর্ণ জঙ্গলজুড়ে মধ্যযুগীয় সুবিশাল শহরের সন্ধান মিলেছে। ৭৩৪ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত এই জঙ্গলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্রত্নতত্ত্ববিদদের লেজারে ধরা পড়ে সময়ের স্রোতে মুছে যাওয়া শহরগুলো।

বিজ্ঞানীদের দাবি, খমের সাম্রাজ্যের কয়েকটি শহর তো নিউ ইয়র্কের চেয়েও বড়। এই আবিষ্কার খমের সাম্রাজ্য সম্পর্কে প্রত্নতত্ত্ববিদদের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। নগর পরিকল্পনা ও সেচব্যবস্থা নিয়ে এত দিন যা মনে করা হতো, এর চেয়েও অনেকটা এগিয়ে ছিল এই সাম্রাজ্য।

এমন সুষ্ঠু ব্যবস্থা থাকা সত্ত্বেও মধ্যযুগীয় এই শহরগুলো কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অবাকই হয়েছেন গবেষকরা। সূত্র : এই সময়।


মন্তব্য