kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


সবিশেষ

পাঁচ বসের একজন সাইকোপ্যাথ!

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০করপোরেট হাউসের প্রতি পাঁচজন বসের মধ্যে একজন মানসিক রোগী। না, কোনো ক্ষুব্ধ কর্মীর রাগের কথা নয়।

নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

বন্ড বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সাইকোলজিস্ট নাথান ব্রুকস যে ২৬১ জন করপোরেট ব্যক্তিত্বকে নিয়ে এ গবেষণাটি চালিয়েছেন, তাঁদের মধ্যে ২১ শতাংশই মানসিক রোগী। তাঁদের প্রত্যেকের মধ্যে সহমর্মিতার অভাব, ভাসা ভাসা মানসিকতা, অমনোযোগিতাসহ আরো নানা সমস্যা দেখা যায়। এই গবেষণা থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে ব্রুকসের পরামর্শ, যে যেমন ব্যক্তিত্ব, তাঁর সেই ধরনের কাজে যুক্ত হওয়া উচিত। দক্ষতার নিরিখে চাকরি বেছে নেওয়াতেই বাড়ছে মানসিক রোগের সমস্যা।

এই হিসাবটা জেলবন্দিদের ক্ষেত্রেও একই। গবেষণা বলছে, তাদেরও পাঁচজনের মধ্যে একজন মানসিক রোগী। বন্ড বিশ্ববিদ্যালয়েরই গবেষক কাটারিনা ফ্রিৎজান ও সান দিয়েগো বিশ্ববিদ্যালয়ের গবেষক সিমন ক্রুমের সঙ্গে ব্রুকস এ গবেষণার প্রতিবেদন পেশ করেছেন মেলবোর্নে অস্ট্রেলিয়ান সাইকোলজিক্যাল সোসাইটির বার্ষিক কংগ্রেসে। সূত্র : ডেইলি মেইল।


মন্তব্য