kalerkantho


১১ বছরেই লক্ষ্য ৫৫০ কিমি

কালের কণ্ঠ ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১১ বছরেই লক্ষ্য ৫৫০ কিমি

ভরা গঙ্গায় সাঁতরে চলেছে মাত্র ১১ বছরের ‘ছোট্ট জলপরি’। ভারতের কানপুরের মেয়ে চলেছে বারানসির ঘাটে। দূরত্ব ৫৫০ কিলোমিটার। অলিম্পিকের প্রায় ১৩টি ম্যারাথনের সমান। আর হাতে সময় মাত্র ৭০ ঘণ্টা! না, রেকর্ড নয়। সাঁতরে গল্প লিখতে চাইছে শ্রদ্ধা শুক্ল। ‘স্বচ্ছ গঙ্গা’র গল্প। দূষণে বেহাল গঙ্গার হাল ফেরানোর বার্তা দিতেই গত রবিবার থেকে সাঁতরে চলেছে শ্রদ্ধা। যাত্রা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

প্রথম দিনই শ্রদ্ধা প্রায় ১০০ কিলোমিটার সাঁতরে পৌঁছেছে উন্নাওয়ের চন্দ্রিকা ঘাটে। দিনে সাত ঘণ্টা করে সাঁতারে বিরাম নেই শ্রদ্ধার। তার বাবা ললিত শুক্ল মেয়ের পিছু পিছু চলেছেন নৌকায়। সঙ্গে মজুদ দুধ আর শুকনা ফল।

শ্রদ্ধার বাড়ি উত্তর প্রদেশের কানপুর-ক্যান্টনমেন্ট এলাকায়। তার বাবার কথায়, ‘মেয়ে আমার এক বছর বয়স থেকেই সাঁতার কাটছে।’ গঙ্গা পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে এর আগে ২০১৪ সালে কানপুর থেকে এলাহাবাদ পর্যন্ত ২৮২ কিলোমিটার গঙ্গা পাড়ি দিয়েছিল শ্রদ্ধা। সূত্র : আনন্দবাজার।


মন্তব্য