kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।

উকুন বিক্রি

কালের কণ্ঠ ডেস্ক   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০উকুন বিক্রি

আমাদের দেশে উকুন থেকে রেহাই পেতে বিক্রি হচ্ছে শ্যাম্পু, সাবান। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এর উল্টো।

সেখানে বিক্রি হচ্ছে উকুনই। একেকটা উকুনের দাম নাকি ৩০০ টাকা। চাহিদাও নাকি বেশ। কারণটা কি?

সেখানে অনেকেই মনে করছে, মাথায় উকুন থাকলে নাকি চুল পড়ে না। চুলের গোড়া নাকি মজবুত হয়! আর স্বাস্থ্য ভালো থাকে। আর এ খবর বেরোতেই দুবাইতে উকুনের খাতির-যত্ন বেড়ে গেছে। দুবাইয়ের অনেক নারী রীতিমতো যত্ন নিচ্ছে মাথার উকুনের। বিক্রিও করছে উকুন। তাদের কাছ থেকে উকুন কিনছে বেশ কিছু পার্লার। এরপর তারা সেই উকুন বিক্রি করছে যাদের মাথায় উকুন নেই বা তুলনামূলক কম উকুন রয়েছে, তাদের কাছে।

অবশ্য দুবাইয়ের স্থানীয় প্রশাসন বলছে, এ ধরনের ঘটনা এখনো তাদের কানে আসেনি। জানতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : জিনিউজ।


মন্তব্য