kalerkantho


সবিশেষ

ভর্তিতে ড্রাগ টেস্ট বাধ্যতামূলক

কালের কণ্ঠ ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত করতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এবার কলেজে ভর্তির সময় ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছেন। আগামী বছর থেকে এটা কার্যকর করা হবে বলে দেশটির এক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির উচ্চশিক্ষা কমিশনের নির্বাহী পরিচালক জুলিটো ভিট্রিওলা জানান, কলেজে ভর্তি হতে ইচ্ছুক সব শিক্ষার্থীর ড্রাগ টেস্ট নিতে যাচ্ছে সরকার। তিনি বলেন, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে প্রেসিডেন্টের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, শিক্ষার্থীরা যেন মাদক সেবন না করে। তারা যদি নিজেদের পড়াশোনা অব্যাহত রাখে তা জাতির জন্য কল্যাণকর হবে। তিনি জানান, ড্রাগ টেস্টে যারা মাদকাসক্ত হিসেবে ধরা পড়বে তাদের কলেজে ভর্তি করা হবে না এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যেতে হবে। এখন ড্রাগ টেস্ট স্বেচ্ছামূলক হিসেবে করা হয়।

এসটিআই এডুকেশন সিস্টেমস হোল্ডিংস ইনকরপোরেশনের সভাপতি মনিকো জ্যাকব বলেন, ‘মাদকের ভয়াবহতা বাস্তব। ফলে ড্রাগ টেস্টকে বাধ্যতামূলক করে আমরা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে পারি।’ সূত্র : রয়টার্স।


মন্তব্য